
ওয়েব ডেস্ক, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে লক্ষ্য করে হামলার অভিযোগ। বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজধানীর রাজনীতি। নির্বাচনী প্রচারে ব্যাস্থ সব পক্ষ। এই পরিস্থিতিতে আপ সুপ্রিমোর গাড়িতে হামলা। সূত্রের খবর, শনিবার ভোটপ্রচারে নেমেছিলেন দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। অভিযোগ, তখনই হঠাৎ তাঁর গাড়ি লক্ষ্য করে উড়ে আসে পাথর। বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। তবে তার গাড়ির কাঁচ ভাঙলেও আপ প্রধান অক্ষত রয়েছেন। বিজেপিকে নিশানা করে ঝাড়ু শিবির। আপের অভিযোগ, এই হামলার নেপথ্যে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। হারের ভয়ে কেজরীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। বিজেপির উদ্দেশ্যে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কেজরীওয়াল। বলেন,বিজেপি কাপুরুষের মতো আচরণ করছে,এতে আপ ভয় পায় না। দিল্লির জনগণই উপযুক্ত জবাব দিয়ে দেবে।’’ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, কেজরীর গাড়ি বিজেপি সমর্থকদের পায়ের উপর দিয়ে চলে গিয়েছে। পা ভেঙেছে বিজেপি কর্মীর।