
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ এমনিতেই মূল্য বৃদ্ধির জেরে নাজেহাল ছিলেন আম কেনিয়াবাসী। তার উপর অতিরিক্ত কর চাপাতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। বুধবার অগ্নিগর্ভ হয়ে ওঠে কেনিয়ার রাজধানী নাইরোবি। ক্ষুব্ধ জনতা পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। একদল উত্তেজিত জনতা রাজধানী নাইরোবিতে পার্লামেন্টে জোর করে ঢুকে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ সরকারের। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষীরা গুলি চালালে সংসদ চত্বরেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন বহু কেনিয়াবাসী। পরে হাসপাতাল এবং রাজপথে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মারা যান আরও ৮ জন। এখনও পর্যন্ত সরকারি মতে মৃতের সংখ্যা ১৩, তবে বেসরকারি মতে নিহতের সংখ্যা আরও বেশি।
কেনিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয়া দিল্লি। বিশেষ প্রয়োজন ছাড়া সেদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের বাইরে বেড়োতে বারণ করেছে ভারতীয় দূতাবাস। দরকারে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।
কোভিডের সময় থেকেই প্রবল আর্থিক কষ্টে ভুগছে কেনিয়া। তার উপর ইউক্রেন এবং ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে আমদানি খরচ বৃদ্ধি পাওয়াই রাজকোষ তলানিতে। মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। এর উপর রাজকোষের ঘাটতি মেটাতে কেনিয়া সরকার খাদ্য দ্রব্য়ের উপর অতিরিক্ত ১৬ শতাংশ কর চাপানোয় রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কেনিয়াবাসী। উত্তেজিত জনতা সংসদে হামলা চালিয়ে আগুনও ধরিয়ে দেয় বলে অভিযোগ সরকারের। সব মিলিয়ে অশান্তির আগুনে জ্বলছে আফ্রিকার ছোট্ট দেশ কেনিয়া।