
নিজস্ব সংবাদদাতা : বিয়েবাড়িতে ব্যবহার করা যাবে না প্লাস্টিকের বোতল, এমনই বির্দেশ জারি করল কেরল হাইকোর্ট। পাশাপাশি একই নির্দেশ দেওয়া হল সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রেও। অতিরিক্ত মাত্রায় প্লাস্টিকের ব্যবহারের ফলে পরিবেশে ক্ষতি হচ্ছে, এ কথা মাথায় রেখে এই নির্দেশ হাইকোর্টের। পরিবেশ দূষণ রুখতে কেরল হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে পরিবেশ সচেতন সংস্থাগুলি। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬ সম্পর্কিত বিষয়গুলির উপর একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন এমন নির্দেশ দিয়েছে কেরল হাইকোর্ট।
বিচারপতি জানিয়েছেন, পুনরায় ব্যবহার করা যায় না এমন প্লাস্টিক রাজ্য থেকে পাকাপাকিভাবে সরানোর ব্যবস্থা করতে হবে। হাইকোর্টের বিচারপতিরাও সরকারের থেকে জানতে চান, কীভাবে প্লাস্টিকের পানীয় জলের বোতল পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব ! সরকারি আইনজীবী জানান, ১০০ জনের বেশি লোক জমায়েত করেন এমন অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহারের জন্য লাইসেন্স প্রয়োজন। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির এই লাইসেন্স দেওয়ার ক্ষমতা রয়েছে। যদিও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বিভাগের বিশেষ সচিব বলেন, বিয়ের অনুষ্ঠানে হাফ লিটার জলের বোতল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আছে।