
নিজস্ব সংবাদদাতা : কেরলের রাজধানী তিরুবন্তপুরমে বৃহস্পতিবার আট্টুকাল ভগবতী মন্দিরে পোঙ্গল উৎসব হয়েছিল। এই উৎসবকে উত্তর ভারতের কুম্ভ মেলার সাথে তুলনা করা হয় । একে বলা হয় ‘মহিলাদের শবরীমালা’। মূলত এই উৎসবে মহিলারাই যোগ দেন। আর যোগ দিতে পারে ১২ বছরের কম বয়সি ছেলেরা।লক্ষ লক্ষ মহিলা এই উৎসবে যোগ দেয়। এই উৎসবে কেরলের নানা প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয়। এমনকি দেশ বিদেশের নানা জায়গা থেকে ভক্তরা আসে এই উৎসবে ।
এই উৎসবে ভক্তদের সুবিধার জন্য এগিয়ে আসে স্থানীয় মসজিদ ও গির্জা । মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীদের জন্য মানাক্কাদ জুমা মসজিদের গাড়ি রাখার জায়গা খুলে দেওয়া হয়। এছাড়াও গাড়ি চালকদের বিশ্রাম নেওয়ার বন্দোবস্ত, ভক্তদের জন্য পানীয় জল, মহিলাদের আলাদা শৌচাগার এই সব ব্যবস্থা ও করা হয় মসজিদের তরফ থেকে । মন্দিরে র ভিড় এড়ানোর জন্য যে পুলিশকর্মীদের মোতায়েন করা হয় তাদের থাকার কথা ভেবেও মসজিদের একটি ঘর খুলে দেওয়া হয়। অন্যদিকে মন্দিরের পুণ্যার্থীদের জন্য বিশ্রাম নেওয়ার জায়গা, জল এবং শৌচাগারের ব্যবস্থা করেছে সেন্ট স্টিফেন্স মেট্রোপলিটান ক্যাথিড্রালও।
এই উৎসবটি চলে ১০ দিন ব্যাপী । উৎসবের শেষ দিনে মাটির পাত্রে চাল, গুড় ও নারকেল কোরা দিয়ে পোঙ্গল রান্না করা হয় । সেই রান্না উৎসর্গ করা হয় আট্টুকাল দেবীর উদ্দেশ্যে।