
শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর : বিজেপি ও পুলিশের সংঘর্ষে উত্তাল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি। বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যা মৌমিতা সিংহের উপর আক্রমনের প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তার নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি বাজারে পথ অবরোধ করা হয়। পথ অবরোধ তুলতে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কার্যকর্তাদের। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দোষীদের যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অগ্নি মিত্রা পাল।