
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ পুলিশের জালে, আন্তর্দেশীয় কিডনি পাচার চক্রের মাথা রাসেল। বাংলাদেশী নাগরিক রাসেল সহ আরও ছয় জন কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। যাদের মধ্যে অন্যতম নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের মহিলা চিকিৎসক বিজয়া কুমারী।
দিল্লির পুলিশ কমিশনার অমিত গোয়েল জানিয়েছেন, ধৃত মহিলা চিকিৎসক নয়ডা শহরে ‘যথার্থ’ নামের একটি হাসপাতালে অস্ত্রোপচারের নামে অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তির কিডনি সরিয়েছেন। যাঁদের কিডনি তিনি সরিয়েছেন, তাঁদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে মোটা টাকার বিনিময় এই কাজ করেছেন মহিলা চিকিৎসক।
দিল্লির পুলিশ কমিশনার আরও বলেন, ধৃত চিকিৎসক জানতেন, দাতা ও গ্রহীতাদের মধ্যে কোনও রক্তের সম্পর্ক নেই। তা সত্ত্বেও তিনি অঙ্গ প্রতিস্থাপন করে আইন ভেঙেছেন। ভারতের ‘মানব অঙ্গ প্রতিস্থাপন আইন, ২০১৪’ অনুযায়ী, একমাত্র ঘনিষ্ঠ আত্মীয়ের কিডনিই রোগীর শরীরে প্রতিস্থাপন করা যায়। রক্তের সম্পর্ক নেই, এমন কারও বা দূর সম্পর্কের আত্মীয়দের কিডনি কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করাটা আইনত অবৈধ। অঙ্গ প্রতিস্থানের দাতা ও গ্রহীতাদের মধ্যে লক্ষ লক্ষ টাকা হস্তান্তরিত হওয়ার প্রমাণ পেয়েছে দিল্লি পুলিশ।