
স্পোর্টস ডেস্ক: দু’বার এগিয়ে থেকেও কিংস কাপের সেমিফাইনালে ইরাকের বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে হেরে গেল ভারত। নির্ধারিত সময়ের শেষে স্কোরলাইন ২-২ ছিল। কিন্তু পেনাল্টি শুট আউটে ব্র্যান্ডন ফার্নান্ডেজ শট ফস্কানোয় ম্যাচ জিততে পারে ব্লু টাইগার্স।
ম্যাচের ১৭ মিনিটে সাহালের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন নাওরেম মহেশ সিং। ২৮ মিনিটে সন্দেশ ঝিঙ্গান বক্সের মধ্যে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ইরাক। গোল করে সমতা ফেরান আলি আল-হামাদি। ৫১ মিনিটে হাসানের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় সুনীল ছেত্রী-হীন ভারত। ৭৭ মিনিটে সন্দেশের ভুলে ফের পেনাল্টি পায় ইরাক। ঘাধবানের গোলে ফের সমতা ফেরায় তারা। ইনজুরি টাইমে ব্র্যান্ডনকে ফাউল করে লাল কার্ড দেখেন ইরাকের জিদান ইকবাল। শেষ কয়েক মিনিট ইরাককে ১০ জনে পেয়েও গোলসংখ্যা বাড়াতে পারেনি ভারত।