
নিজেস্ব প্রতিনিধিঃ ফসলের ন্যুনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে জাতীয় কনভেনশন করতে চলেছে সংযুক্ত কিষান মোর্চা। ১৬ জানুয়ারি চলো জলন্ধর ডাক দিয়েছে। পাঞ্জাবের জলন্ধরে দেশ ভগৎ মেমোরিয়াল হলে হতে চলেছে এই কনভেনশন। কিষান মোর্চার তরফে বলা হয়েছে, বর্তমানে কৃষি সঙ্কট দেশে চরম আকার নিয়েছে। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। কৃষক আন্দোলনের অন্যতম দাবি ছিল ফসলের ন্যুনতম সহায়ক মূল্য। মেনে নেয় কেন্দ্র। কিন্তু আজও তা কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে কৃষক বিরোধী পদক্ষেপ প্রতিহত করতে ও দাবি আদায়ে আন্দোলন গড়ে তুলতেই জাতীয় কনভেনশনে যোগ দিতে চলেছে দেশের সমস্ত কৃষক।