
নিজেস্ব প্রতিনিধিঃ পুলিশের জালে ধরা পড়লেন প্রয়াত মাওবাদী নেতা মাল্লেজুল্লা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির স্ত্রী। গোপন সূত্রে খবর পেয়ে তেলেঙ্গানার গোপন ডেরা থেকে মাও নেত্রী পোথুলা কল্পনা ওরফে সুজাতাকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। তাবে কোথা থেকে কীভাবে গ্রেফতার করা হয়, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি।
কিষেণজির সঙ্গে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন সুজতা। তার বিরুদ্ধে একাধিক অভিযানে নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে। দীর্ঘদিন ধরে সুজাতার খোঁজে তল্লাশি করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১১ সালে ঝাড়গ্রামের বুড়িশোলের জঙ্গলে এনকাউন্টারে মৃত্যু হয়েছিল মাওবাদী নেতা কিষেণজির। সূত্রের খবর, তারপর থেকেই সুজাতার খোঁজ চলছিল। স্নাতক পাশ সুজাতার বয়স ৬০ বছর। তেলেঙ্গানার বিস্তীর্ণ অঞ্চলে এককভাবে সংগঠনকে শক্তিশালী করে তুলেছিলেন কিষেণজি জায়া পোথুলা কল্পনা ওরফে সুজাতা। মাওবাদী সংগঠনের পলিটব্যুরোর সদস্য ছিলেন কিষেণজি। পুলিশ সূত্রে দাবি, কিষেণজির স্ত্রীও সংগঠনের উচ্চ পদে ছিলেন। সংগঠনের সাউথ সাব জোনাল ব্যুরোর ইনচার্জ ছিলেন সুজাতা।