
স্পোর্টস ডেস্ক : সোমবার রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি এবং অ্যাপ উন্মোচিত হল। হাজির ছিল গোটা কেকেআর দল। ছিলেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত সহ বাকি কোচিং স্টাফরা। উপস্থিত ছিলেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর।করব, লড়ব, জিতব রে..থেকে শুরু করে ঊষা উত্থুপের ট্রেডমার্ক গানে মেতে উঠল মঞ্চ ।এদিন আবার “গোল্ডেন পাস” দেওয়া হয় নাইটদের সুপার ফ্যান অশোক চক্রবর্তীকে। এই পাসে কেকেআরের সব ম্যাচে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন তিনি। কেকেআর নিয়ে আবেগপ্রবণ দলের মেন্টর তথা দলকে ২ বার আইপিএল ট্রফি দেওয়া অধিনায়ক গৌতম গম্ভীর। এদিন গম্ভীর বলেন, ‘আমার কাছে কেকেআর শুধু পার্পল আর গোল্ড কিংবা জার্সিতে থাকা দুটো তারা নয়। কেকেআরকে আমি সাফল্য দিইনি। আমাকে সফল অধিনায়ক করেছে কেকেআর। কেকেআরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত।
এবার যখন এই দলে আসি মনে হল নিজের ঘরে ফিরছি। প্রথমবারের মতো এবারেও শাহরুখ খান বলেছেন, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি তোমার দল। নিজের মত তৈরী কর।শাহরুখের কাছ থেকে আমি সততা, সম্মান প্রদর্শনের শিক্ষা পাই। এবার শাহরুখকে বলেছি, কথা দিচ্ছি কেকেআর যেখানে রয়েছে, তার চেয়ে ভালো জায়গায় নিয়ে যাব।’