
স্পোর্টস ডেস্ক :শনিবার ইডেনে ম্যাচ দেখতে সাত তাড়াতাড়িই ঢুকতে হবে মাঠে। নাহলেই পড়তে পারেন ভোগান্তির মুুখে। কারণ, ইডেনে যখন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে তখন রাজভবনে ঢুকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারই নির্বাচনী প্রচারে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ শুরু। ম্যাচ শুরুর পরও অনেক দর্শক ঢোকেন। অনেকে হাপিত্যেশ করে বাইরে অপেক্ষা করেন। কিন্তু শনিবারের ম্যাচে তা হচ্ছে না। পুলিশ সূত্রের খবর, সন্ধে সাড়ে সাতটায় এয়ারপোর্ট নামবেন প্রধানমন্ত্রী। এরপর রাত কাটাবেন রাজভবনে। সেখানে আসতে আটটা বাজবে। ফলে, সে’সময়ের আগে থেকে যান নিয়ন্ত্রণ করা তো হবেই, নিরাপত্তার কারণে রাজভবনের আশপাশের ফুটপাথ দিয়েও যেতে দেওয়া হবে না। জমায়েতও চলবে না। ফলে, ভোগান্তি এড়াতে ইডেনে ম্যাচ দেখতে সাত তাড়াতাড়িই ঢুকতে হবে দর্শকদের। চিরাচরিত রীতি মেনে রাজভবনের সাউথ গেট দিয়েই ঢুকবেন প্রধানমন্ত্রী। যদিও তার আধঘণ্টা আগেই খেলা শুরু হয়ে যাবে।