
স্পোর্টস ডেস্ক :১২ বছর পর মুম্বইয়ের মাঠে রোহিতদের হারাল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ আইপিএলের পর ওয়াংখেড়েতে জিততে পারেনি নাইটরা। এদিন ভাগ্যের চাকা ঘুরল। যদিও ম্যাচের শুরুটা দেখে মনে হয়নি। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং মণীশ পাণ্ডের ব্যাটিং ম্যাচে ফেরায় কেকেআরকে। শেষটা করলেন মিচেল স্টার্ক। প্রথমবার বেগুনি জার্সিতে দলকে জেতালেন। অল্প রান করেও অজি তারকার দাপটে ২৪ রানে জিতল কেকেআর। ৩৩ রানে ৪ উইকেট নেন স্টার্ক। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলবে নাইট শিবির। পরপর জোড়া জয় কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে জেতার পর, হার্দিকদের ডেরায় মুম্বইকে হারাল নাইটরা। শুরুতে জয়ের হ্যাটট্রিকের পর ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারেনি কেকেআর। শেষমেষ শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল শ্রেয়স আইয়ারের দল। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল কেকেআর। প্রথমে ব্যাট করে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নাইটরা। জবাবে ১৮.৫ ওভারে ১৪৫ রানে শেষ মুম্বইয়ের ইনিংস। এদিনের হারে প্লে অফে যাওয়ার আশা কার্যত শেষ হার্দিক পাণ্ডিয়াদের।