
স্পোর্টস ডেস্ক :প্লে অফ থেকে ইতিমধ্যে ছিটকে গেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারমধ্যে বিভিন্ন বিতর্ক সামনে আসছে মুম্বইয়ের অন্দরমহলে। শোনা যাচ্ছে দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে রোহিত শর্মার বিভাজনে ড্রেসিংরুম দুভাগ। যদিও সেই বিষয় মানতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্স দলের দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েৎজে। এদিন কোয়েৎজে বলেন, “আমাদের ড্রেসিংরুমের পরিবেশ যথেষ্ট ভাল। আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কিছু ভুল আমাদের অবশ্যই হয়েছে। কয়েকটা ম্যাচে আমরা খেলতে পারিনি। তবে তাতেও বদলায়নি ড্রেসিংরুমের পরিবেশ। দলের নেতৃত্ব শক্ত হাতে আছে। শুরু থেকেই আমাদের ড্রেসিংরুমের আবহ ভাল।’এছাড়া হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির প্রশংসা করে তিনি বললেন,’হার্দিক ভাল অধিনায়ক। প্রত্যেক অধিনায়কের নিজস্ব স্টাইল থাকে। প্রত্যেক নেতা আলাদা। কারোর সঙ্গে কারোর মিল নেই। হার্দিক দলকে উদ্বুদ্ধ করছে। খারাপ সময়ে পাশে থাকে।’