
স্পোর্টস ডেস্ক :সেই মুম্বই আতঙ্ক। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে খেললে চাপ ধরে রাখতে পারে না কলকাতা নাইট রাইডার্স। আর এই মর্যাদার যুদ্ধর ম্যাচটাই জিততে চান কিং খান। তবে বেশিবারই বাদশাহর স্বপ্নভঙ্গ হয়েছে। এদিনও তেমনই হল। মুম্বই ইন্ডিয়ান্স এর কাছে লজ্জার হার নাইটদের। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১১৬ রানেই অলআউট কেকেআর। জবাবে ১২ ওভার ৫ বলে ২উইকেট হারিয়ে জয় পায় মুম্বই ।
ম্যাচ শেষে মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, ‘একটা খারাপ দিন। আর আমাদের কোনও অজুহাত দেওয়ার জায়গা নেই। ব্যাটিংয়ের জন্য খুবই ভালো পিচ ছিল। বাউন্সও ছিল। বল ব্যাটে ও আসছিলো।আর সেটার সঙ্গে মোকাবিলা করতে হত। সার্বিক ব্যাটিং ব্যর্থতই হারের কারণ। বোলারদের লড়াই করার মতো স্কোর দিতে পারিনি। পার্টনারশিপ হয়নি। এই পিচে ১৮০-১৯০ করতে পারলে ম্যাচটা অন্যরকম হত। পিচ নিয়ে দোষারোপ করার কোনও ব্যাপার নেই। আমরা ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছি।’