
স্পোর্টস ডেস্ক :–মঙ্গলবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালাফাইয়ারের প্রথম প্লে অফে নামবে কলকাতা নাইট রাইডার্স। ফিল সল্ট দেশে ফিরে যাওয়ায় নাইটদের চিন্তা বেড়েছে। সুনীল নারিনের সঙ্গে সম্ভবত ওপেনিং করবে আফগানিস্তান দলের রাহমদুল্লাহ গুরবাজ। শাহরুখ খান ম্যাচের আগেই আহমেদাবাদে চলে এলেন। ম্যাচের দিন মাঠে থাকবেন কিং খান। হায়দরাবাদ ম্যাচে হারলেও আর একটা সুযোগ থাকবে দ্বিতীয় প্লে অফে এলিমেনটরে জয়ী দলের সঙ্গে খেলে ফাইনালে যাওয়ার। যদিও নাইটরা চাইছে এই ম্যাচে খেলেই ফাইনালে যেতে।আছে বৃষ্টির সম্ভবনা বৃষ্টিতে ম্যাচ না হলে গ্রুপে এগিয়ে থাকার কারণে ফাইনালে যাবে নাইটরা। এদিন ইংল্যান্ডের হ্যারি কেন ইংল্যান্ড থেকে নাইটদের শুভেচ্ছা জানালেন। এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই গত আইপিএলে রিঙ্কু সিংয়ের ৫ বলে ৫ টা ছয় আছে। এদিন রিঙ্কু বললেন,’৫ ছক্কার আগের জীবন আর ৫ ছক্কার পরের জীবন একেবারেই আলাদা। আমি বিজ্ঞাপনে প্রদর্শিত হয়েছি, লোকেরা আমাকে চিনেছে এবং এখন আমি একা কোথাও ভ্রমণ করতে পারি না। আমার নামের হোর্ডিং আছে, এবং তারা আমার জন্য উল্লাস করে, যা ভাল লাগে। মনে হচ্ছে আমি আমার জীবনে কিছু অর্জন করেছি,আমি কখনই ভাবিনি যে আমি ৫টি ছক্কা মারব। উপরের ব্যক্তি (ঈশ্বর) আপনার জন্য পরিকল্পনা করেছেন, তাই তাঁকে বিশ্বাস করতেই হবে।’সম্ভাব্য একাদশ—কলকাতা নাইট রাইডার্স
সুনীল নারিন, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুয়েশ শর্মা (ইমপ্যাক্ট প্লেয়ার)।
সানরাইজার্স
হায়দরাবাদ:
ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, সনবীর সিং (ইমপ্যাক্ট প্লেয়ার)।