
স্পোর্টস ডেস্ক : একতরফা ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে ২০১২ আর ২০১৪ সালের পরে তৃতীয়বার আইপিএলট্রফি নিজেদের ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এদিন টস জিতে ব্যাটিং নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।আর বল হাতে প্রথম কোয়ালিফায়ারের মত নায়ক সেই মিচেল স্টার্ক। স্টার্ক প্রথম ওভারেই অভিষেক শর্মাকে বোল্ড করেন। এরপরে দ্বিতীয় ওভারেই বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেড বৈভব আরোরার বলে কোনো খাতা না খুলেই সাজঘরে ফেরেন। পঞ্চম ওভারে স্টার্ক রাহুল ত্রিপাঠিকে আউট করেন । আর সপ্তম ওভারে নীতীশ রেড্ডিকে আউট করে হায়দরাবাদের ইনিংসে চতুর্থ ধাক্কা দেন হর্ষিত রানা।বল করতে এসেই এইডেন মার্করামের উইকেট নেন আন্দ্রে রাসেল। এরপরেই বাংলার শাহবাজ আহমেদ সুনীল নারিনের হাতে ক্যাচ দিয়ে বরুণ চক্রবর্তীর ডেলিভারিতে আউট হন । হায়দরাবাদের ইমপ্যাক্ট প্লেয়ার আবদুল সামাদকে আউট করেন রাসেল।চাপের মুহূর্তে পড়ে গিয়ে হেইনরিক ক্লাসেনও বৈভব আরোরার ডেলিভারিতে বোল্ড হন । জয়দেব উনাদকাটকে আউট করেন সুনীল নারিন। রাসেলের তৃতীয় শিকার হন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন ১১৩ রান করে ১৮ ওভার ৩ বলেই শেষ হয় হায়দরাবাদ ইনিংস।নাইট বোলারদের মধ্যে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক।বৈভবও ২ টি উইকেট নেন।এছাড়া রাসেল ৩ টি। আর সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ১ টি করে উইকেট পান।জবাবে ব্যাট করতে নেমে সুনীল নারিন ৬ মেরে প্যাট কামিন্স এর বলে আউট হলেও ভেঙ্কটেশ আইয়ার আর রহমুদুল্লাহ গুরবাজ প্রহার চালান হায়দরাবাদ বোলিংয়ে।গুরবাজ ম্যাচ একপ্রকার জিতিয়ে দিয়ে ৩২ বলে ৩৯ করে শাহবাজের বলে আউট হন। তবে ভেঙ্কটেশ অর্ধশতরান করে অধিনায়ক শ্রেয়সকে নিয়ে ম্যাচ জেতান।অসুস্থতা সত্ত্বেও এদিন মাঠে ছিলেন দলের অন্যতম কর্ণধার শাহরুখ খান।