
স্পোর্টস ডেস্ক :কেকেআরে কামব্যাক হচ্ছে গৌতম গম্ভীরের। এবারে গম্ভীর মেন্টর। তার আমলেই শেষ নাইটরা চ্যাম্পিয়ন হয়। এদিন গম্ভীর বললেন আমি প্রথম দিন থেকেই বলব আইপিএল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিযোগিতা। এটা বলিউডের মতো নয়, ম্যাচ শেষে পার্টির জন্যও এই লিগ নয়। এখানে প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখতে পাওয়া যায়। উচ্চমানের প্রতিযোগিতা হওয়ার ফলে এই লিগ বেশ আকর্ষণীয়। যার ফলে আমার মনে হয় বিশ্বের কঠিন তম ক্রিকেট লিগ আইপিএল।’
প্রাক্তন নাইট অধিনায়ক ও বর্তমান কেকেআর মেন্টর গৌতম গম্ভীর এখানেই থেমে না থেকে বলেছেন, ‘সম্ভবত আইপিএল অন্যান্য লিগের তুলনায় আন্তর্জাতিক ক্রিকেটের খুব কাছাকাছি থাকবে। আর এই লিগে যদি সফল ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠতে হয় তা হলে মাঠে নেমে সবচেয়ে সেরাটা দিতে হবে।’কেকেআরের অনুরাগীরা বিরাট উৎসাহ দেয়। আমাদের এ বার ওদের সমর্থনের যোগ্য মর্যাদা দিতে হবে। কেকেআর বরাবর একটা হাই প্রোফাইল দল ছিল। কিন্তু আমি সব সময় বিশ্বাস করি এই লিগ গ্ল্যামারের জন্য নয়। ক্রিকেট মাঠে আমরা যা করি সেটাই গুরুত্বপূর্ণ। কেকেআরকে মাঠের বাইরের কার্যকলাপের জন্য সবাই চিনুক তেমনটা চাই না। আমাদের মাঠের লড়াইয়ের জন্য পরিচিতি পাওয়া উচিত।’