
স্পোর্টস ডেস্ক :আছে! হবে একটা! ময়দানে আইপিএলে রবিবারের বিরাট কোহলির আরসিবি ম্যাচের আগে টিকিট উন্মাদনা মাত্রা ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহ আর গরমকে উপেক্ষা করেই দুপুর ৩.৩০ তে ম্যাচ দেখতে চাইছে ক্রিকেট অনুরাগীরা।২০০০ টাকা টিকিটের দর উঠেছে ১০০০০ হাজারের উপর আর মানুষ সেটা কিনছেও। ১ হাজার আর ১৫০০ টাকার টিকিট প্রায় নেই। সিএবি কর্তারা গা বাঁচিয়ে একপ্রকার পালাচ্ছেন টিকিট নেই বলে। টিকিটের কালোবাজারি ঠেকাতে ঘোরসওয়ার পুলিশ থাকলেও কালোবাজারি হচ্ছেই।শনিবার অনুশীলন করবে টিম আরসিবি।এবারের আইপিএলে কলকাতায় এটাই সবচেয়ে হাই-প্রোফাইল ম্যাচ। সাতের মধ্যে ছটি ম্যাচই হেরেছে আরসিবি। তাও এই ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদা তুঙ্গে। একমাত্র বিরাট কোহলির জন্য। কলকাতার কাছেও এই ম্যাচটা রাজস্থান রয়্যালস ম্যাচ হারের পরে নিয়মরক্ষার।২০১১ আইপিএল থেকে “গো গ্রিন” অর্থাৎ পরিবেশ বাঁচানোর স্লোগান দেয় তারা।উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সবুজ জার্সি চালু করেছিল আরসিবি। তারপর থেকে প্রত্যেক আইপিএলে একটি ম্যাচে সবুজ জার্সি পরে নামেন কোহলিরা।