
স্পোর্টস ডেস্ক :২৪.৭৫ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছে অস্ট্রেলিয়ার বাঁ হাতি জোরে বোলার মিচেল স্টার্ককে। কিন্তু অর্ধেক আইপিএল হয়ে গেলেও স্টার্ক যেন কেকেআরের গলার কাঁটা হয়ে গিয়েছেন প্রতি ম্যাচে খারাপ বল করছেন। উইকেট নিতে পারছেন না রান দিচ্ছেন অনেক। রবিবার আরসিবি ম্যাচে ৩ ওভার বল করে দিলেন ৫৫ রান নিলেন ২ উইকেট। শেষ ওভার বল করতে এলেন তখন দরকার ছিল ১৮ রান সেই ম্যাচ নাইটরা মাত্র ১ রানে খাদের কিনারা থেকে জিতল। সোশ্যাল মিডিয়ায় স্টার্ককে নিয়ে সমালোচনা। দলও যে তার পাশে নেই সেটা প্রমাণিত হল একপ্রকার। আরসিবি ম্যাচের পরে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার জানালেন,’শেষ ওভারে ১৮ রানের দরকার হয়, চাপ সব সময় বোলারের উপর থাকে। একটা ছক্কা হলে চাপ আরও বেড়ে যায়। সেই সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আগের বলের কথা ভাবতে নেই। পরের বলে ব্যাটারকে কোন দিকে মারতে বাধ্য করব, সেটা ভেবে নিতে হয়। আন্দ্রে রাসেল যে ভাবে ম্যাচটা আমাদের দিকে ঘুরিয়ে দিল। রাসেলের ১৯ নম্বর ওভারটা ভালো না গেলে ম্যাচটা জেতা আমাদের পক্ষে কঠিন হত।’