
নিজস্ব প্রতিনিধিঃ ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে কেএলও! সশস্ত্র আন্দোলনের মাধ্যমে দাবিপূরণের চেষ্টা চলছে। তার জন্যই চলছে অর্থ সংগ্রহের কাজ। সেই অভিযোগেই শুক্রবার অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের সক্রিয় সদস্য তাপস রায়কে শিলিগুড়িতে গ্রেপ্তার করল এসটিএফ। এসটিএফের ডিএসপি সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তাপস একজন সক্রিয় আকসু সদস্য। ২০২২ সালে মায়ানমারে জীবন সিংহ থাকাকালীন তাপস সহ কয়েকজন অস্ত্র প্রশিক্ষণের জন্য সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু নাগাল্যান্ড পর্যন্ত পৌঁছে গেলেও রুট খারাপ থাকায় তারা গন্তব্যে পৌঁছোতে পারেনি। ফলে নাগাল্যান্ডেই তাদের প্রশিক্ষণ শুরু হয়। নাগাল্যান্ড পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। এরপর অসম পুলিশকে হস্তান্তর করা হয়। অসম থেকে তারা জামিন পান। তাপস কুমারগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।