
স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্ট ম্যাচের শুরুটা ভালোভাবে করতে পারল না ভারতীয় দল। স্যাঁতস্যাঁতে পিচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে গেল ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২০৮। বড় স্কোর করলেন একমাত্র কে এল রাহুল। এছাড়া কিছুটা লড়াই করলেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও শার্দুল ঠাকুর। দক্ষিণ আফ্রিকার হয়ে অসাধারণ বোলিং করলেন কাগিসো রাবাদা। প্রথম দিন ৫৯ ওভারের বেশি খেলা সম্ভব হল না। পিচ থেকে যথেষ্ট সাহায্য পেলেন পেসাররা। দ্বিতীয় দিন ভারতের পেসাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে লড়াইয়ে থাকবে দল।টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়নি। পঞ্চম ওভারেই আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা (৫)। অপর ওপেনার যশস্বী জয়সোয়াল করেন ১৭ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২ রান করেই আউট হয়ে যান শুবমান গিল। বিরাট করেন ৩৮ রান। ৩১ রান করেন শ্রেয়াস। দিনের শেষে ৭০ রান করে অপরাজিত রাহুল। তাঁর ১০৫ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি ছিল। দ্বিতীয় দিন সকালে রাহুল যদি শতরান করতে পারেন, তাহলে ভারতীয় দলের স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছে যাবে। প্রথম দিন ভারতের লোয়ার অর্ডার ব্যাটারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখান শার্দুল (২৪)। রবিচন্দ্রন অশ্বিন করেন ৮ রান। জসপ্রীত বুমরা করেন ১ রান। দিনের শেষে ০ রানে অপরাজিত মহম্মদ সিরাজ।প্রোটিয়া পেসার রাবাদা নেন ৫ উইকেট।