
সঞ্জয় রায় চৌধুরী, কলকাতাঃ শাক-সবজির দাম এখনও নিয়ন্ত্রণের বাইরে! এবার প্রতিবাদে রাজপথে নামল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেল। সোমবার আলু পটল বেগুনের মালা গলায় নিয়ে প্রতিবাদ মিছিল করে তারা। যোগাযোগ ভবনের সামনে অভিনব প্রতিবাদ মিছিল আটকে দেয় পুলিশ।
১০ দিনের মধ্যে বাজারে শাক-সবজির দাম নিয়ন্ত্রণে আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাম কমানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সোমবার সপ্তম দিনেও শাক-সবজির দাম নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলর। যার প্রতিবাদে এদিন কলকাতায় রাজপথে অভিনব প্রতিবাদ মিছিল করেন ভারতীয় জনতা মজদুর সেলর নেতা কর্মীরা। সংগঠনের নেতা বিশ্বপ্রিয় রায় চৌধুরী বলেন, কৃষকরা দাম পায় না। ক্রেতাদের শাক-সবজি কিনতে হয় আগুন দামে। এর জন্য দায়ী তৃণমূলকে করেন তিনি। বিশ্বপ্রিয়’র দাবি তৃণমূল নেতারাই ফোড়ে।
ভারতীয় জনতা মজদুর সেলর রাজ্য সভাপতি অর্নব চট্ট্যোপাধায় বলেন আলু পটল বেগুন সবজির মালা গলায় নিয়ে এই মিছিলের কারণ খেতে পারছে না শ্রমিকরা। কিন্তু রাজ্য সরকারের কোনও মাথা ব্যথা নেই। টাস্ক ফোর্সের নামে ভাওতাবাজি করছেন মুখ্যমন্ত্রী বলে দাবি করেন অর্নব চট্ট্যোপাধায়।
সোমবার বিজেপির রাজ্য দফতর থেকে কলিকাতা পুরনিগম পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন বিজেএম। অভিনব প্রতিবাদ মিছিল শুরু হলেও যোগাযোগ ভবনের সামনে মিছিল আটকে দেয় পুলিশ।