
ক্রীড়া প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ শাস্তি পেতে চলেছেন রেনবো ক্লাবের টিডি দেবজিৎ ঘোষ? গত শুক্রবার দমদমের মাঠে প্রিমিয়ারের ম্যচে পুলিশ এসির বিরুদ্ধে পেনাল্টির দাবি নিয়ে মাঠেই মেজাজ হারিয়েছিলেন দেবজিৎ। তিনি এতটাই মাথা গরম করেছিলেন যে ম্যাচ কমিশনার সুব্রত সাহাকে গলা ধাক্কা দিয়ে ফেলেন। সেই ভিডিও ফুটেজ সহ দেবজিতের বিরুদ্ধে আইএফএতে রিপোর্ট জমা দিয়েছে রেফারি সংস্থা।
খুব শীঘ্রই শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকতে চলেছে আইএফএ। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে বলেই বিখ্যাত দেবজিৎ। ১৯৯৬ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন। এরপর লাল হলুদ জার্সিতে একের পর এক সাফল্য। ইস্টবেঙ্গলের এশিয়ান জয়ের অন্যতম সদস্য ছিলেন তিনি। খেলা ছাড়ার পর তার কমেন্ট্রি সকলের মন কেড়েছে। তবে এবার লিগে তিনি রেনবোর গুরু দায়িত্বে। ইস্টবেঙ্গলকে আটকেও দেয় তার দল।
ইতিমধ্যেই জমে উঠেছে কলকাতা লিগ। এবারের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ দেখানোর জন্য কোনও টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি করেনি আইএফএ। তার বদলে ইনস্পোর্টস টিভি নামে একটি মোবাইল অ্যাপের সঙ্গে চুক্তি করা হয়েছে। শুরুতে এই অ্যাপের পক্ষ থেকে বলা হয়েছিল, কলকাতা লিগের সব ম্যাচ দেখার জন্য দিতে হবে ১৯৯ টাকা। এই টাকাতেই ১৯৯টি ম্যাচ দেখা যাবে। সোমবার কলকাতা লিগে নিজেদের চতুর্থ ম্যাচে বিএসএস স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ শুরু হওয়ার আগেই অ্যাপে খেলা দেখতে গিয়ে সমস্যায় পড়েন বহু সমর্থক। যাঁরা ১৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়েছিলেন, তাঁরা এখন আর খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। তাঁদের আরও ৪০০ টাকা করে দিতে হচ্ছে।