
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। ২২ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই মিছিলের নির্দেশ আদালতের। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি আদালতের।
বিজেপির মুরলীধর সেন লেনের দপ্তর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। শর্ত সাপেক্ষে অনুমতি দিল আদালত। ২২ শে জুলাইয়ের পরিবর্তে ২৬ শে জুলাই করতে হবে মিছিল নির্দেশ আদালতের।দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত করা যাবে মিছিল। ১ হাজার নেতা – কর্মী – সমর্থক নিয়ে করা যাবে মিছিল নির্দেশ আদালতের।আইন – শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।