
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: নবান্ন অভিযানের আগে ২৬ জুলাই চারজনকে গ্রেফতার করে হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ। মামলা হয় কলকাতা হাইকোর্টে। একজনের বাবা মামলা করলে পরে পুলিশ ওই চারজনের গ্রেপ্তারের কথা ঘোষণা করে। ওইদিন বিকেলে বেলুড় থানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়। তাদের বিরুদ্ধে নবান্ন অভিযানে গোলমাল পাকানোর অভিযোগ আনে পুলিশ। সোমবার এই মামলায় কড়া সমালোচনার মুখে পড়ে রাজ্য। কোথা থেকে পুলিশ এদের বিরুদ্ধে অভিযোগ পেল? কি অভিযোগ পেলো? এদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের ঘটনা আছে কিনা, এই সব তথ্য কোথায়? আবার যদি এদের সম্পর্কে গুরুতর অভিযোগ পেয়ে থাকে পুলিশ ছেড়ে দিলো কি করে? আর যদি পুলিশের কাছে আসা তথ্য বিশ্বাসযোগ্য না হয় তাহলে তাদের গ্রেপ্তার ও ২৪ ঘণ্টা আটকে রাখা হলো কেনো? এই ভাবে গ্রেপ্তার করা যায় না। আর গ্রেপ্তার করলে তাদের এই ভাবে ছাড়া যায় না। সাওয়ালে রাজ্যে জানায় পুলিশের কাছে আগেই খবর ছিল এই চারজন নবান্ন অভিযানে বড় কোনো গোলমাল করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তার ভিত্তিতেই তাদের আগাম গ্রেপ্তার করা হয়েছে। কিসের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করল আর কিসের ভিত্তিতেই বা ছেড়ে দিলো। মঙ্গলবার যাবতীয় তথ্য নথি নিয়ে আদালতকে দেখাতে রাজ্যকে নির্দেশ আদালতের।