
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ মঙ্গলবার থেকে শুরু হল ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা।এদিনই কলকাতা বইমেলায় আই.এফ.এ-র স্টল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলায় আই.এফ.এ-র এই ২৭৪ নম্বর স্টল থেকে সংগ্রহ করা যাবে আই.এফ.এ ইয়ার বুক সহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সাংবাদিকদের রচিত গ্রন্থাবলি। আই.এফ.এ-র সচিব অনির্বাণ দত্তের খেলাধুলার সঙ্গে সাহিত্যের যে মেলবন্ধনের ভাবনা সে নিয়ে অনির্বাণকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ দত্ত জানান, মাননীয়া মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিলেন। যে কোনো দরকারে ওনাকে আমরা পাশে পাই। উনি কতটা ক্রীড়াপ্রেমী সেটা উনি আমাদের সন্তোষ জয়ী ফুটবলারদের চাকরি দিয়েই প্রমাণিত করলেন। বিশ্বের কোথাও এই নজির নেই।
২৮শে জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারী অবধি চলবে ২০২৫ করুণাময়ীতে চলবে কলকাতা বইমেলা। এদিন বিকেল ৪ টের সময় বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি তাই সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সহ বিশিষ্টজনেরা।