
শেখ এরশাদ,কলকাতাঃ বয়স হয়েছে শিয়ালদা বিদ্যাপতি সেতুর। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে খারাপ স্বাস্থ্য ধরা পড়েছে। তবু কাজ শুরু করা হচ্ছে না সেতুর। কারণ সেতুর নিচেই শিশির মার্কেট, আর সেই মার্কেট সরবে কোথায়? উত্তর নেই কলকাতা কর্পোরেশনের কাছে।
কলকাতা অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হলো শিয়ালদা বিদ্যাপতি সেতু। শিয়ালদা স্টেশনের লাগুয়া এই সেতু। বয়সের বয়স হয়েছে বিদ্যাপতি সেতুর। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে খারাপ স্বাস্থ্য ধরা পড়েছে। তবু কাজ শুরু করা হচ্ছে না সেতুর। কারণ সেতুর নিচেই শিশির মার্কেট, আর সেই মার্কেট সরবে কোথায়? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে কাল ঘাম ছুটছে কলকাতা মেট্রোপলিটেশন ডেভেলপমেন্ট অথরিটি, কলকাতা কর্পোরেশন এবং বাজার সংগঠনের। মঙ্গলবার শিশির মার্কেটে যৌথ পরিদর্শন করে তিন সংস্থা। তারা পুরো বাজারটা ঘুরে দেখেন।
কিভাবে বাজার সরিয়ে সেতু সংস্কার করা যায় সেটারই পরিকল্পনা চলছে। বলে দাবি করেন পুর অধিকারীকরা। কিন্তু দোকান গুলোকে কোথায় শিফট করা হবে তার উত্তর নেই পুর নিগমের কাছে।