
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জরিমানার টাকা হাইকোর্ট চত্বরে বৃক্ষরোপণের কাজে ব্যবহারের নির্দেশ দিলো হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে নির্দেশ দেন, ওই টাকা হাইকোর্ট চত্বরে বড় গাছ লাগানোর কাজে ব্যবহার করতে হবে। এই ব্যাপারে বন দপ্তরের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব দিতে হবে। আদালতের মৌখিক নির্দেশ, কোনো ফুলের গাছ বা পাতা বাহার নয়, বড় গেছে লাগাতে হবে। আর এই টাকা ওই কাজে ব্যবহার করে ইউটিলাইজেশন সার্টিফিকেট আদালতে জমা দিতে হবে।
প্রসঙ্গত গত সপ্তাহে একটি মামলায় জরিমানার টাকা হাইকোর্টের মহিলা শৌচালয়ের নির্মাণে ব্যবহারের নির্দেশ দেন বিচারপতি সিনহা।
ভাঙ্গরের একটি মামলা বেশ কিছুদিন চালানোর পর তুলে নেওয়ার আবেদন করায় এদিন আদালত ১০ হাজার টাকা জরিমানা করে। সেই টাকায় বৃক্ষরোপণের নির্দেশ।