
নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনের আগে পুলিশি অতিস্বক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরাবুল ইসলাম। উল্লেখ্য জানুযারি মাসের শেষ সপ্তাহে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তাঁকে গ্রেফতার করার পর আরও দুটো মামলায় যুক্ত করা হয়,আরাবুলকে। কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল মোট কটা কেস রয়েছে,ভাঙরের তৃণমূল নেতার নামে? উত্তর না,মেলায় আদালতের দারস্থ হলেন কলকাতা পুলিশের হেফাজতে থাকা আরাবুল ইসলাম। তাঁর অভিযোগ পুলিশ অতিস্বক্রিয় হয়ে ফাঁসানোর চেষ্টা করছে তাঁকে। এই মর্মেই মামলা দায়ের করার আবেদন করেছেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলার শুনানি ৪ এপ্রিল।