
নিজস্ব সংবাদদাতা : শুক্রবার দোলযাত্রা,এই রঙের উৎসবে রঙিন জলের খোঁজ করতে দেখা যায় সুরাপ্রেমীদের।।এই বিশেষ দিনে মদের দোকান গুলি খোলা থাকবে কিনা সে বিষয়ে স্বচ্ছ ধারনাও হয়তো নেই সাধারণ মানুষের ।
আবগারি দপ্তরের নির্দেশ অনুযায়ী, রাজ্যের চারটে দিন সম্পূর্ণ ড্রাই ডে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ও মহরমের দশম দিন মদের দোকান পুরো বন্ধ থাকে। তবে দোলের দিন নিয়মে কিছুটা বদল আছে ।
আবগারি দপ্তরের নির্দেশ অনুযায়ী জানা যাচ্ছে দোলের দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ থাকবে হাফ বেলা করে । যদিও সুরাপ্রেমীদের এ নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। বছরের শুরুতে আবগারি দপ্তর ড্রাই দে র তালিকা দিলেও সুরাপ্রেমিরা জানেন দিন কখনো ড্রাই যায় না । সেই মতো বৃহস্পতিবার বেলা বাড়তেই কলকাতার বিভিন্ন লিকার শপে ভিড়ের চিত্র নজরে আসছে। যেহেতু বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর আর মদের দোকান খোলা থাকবে না, সেই কারণে আজ থেকেই ভিড় জমছে মদের দোকানে । উল্লেখ্য
দোলের দিন বেলা ২টো পর্যন্ত রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।কিন্তু দুপুরের পর মদের দোকান খোলা হবে ।