
নিজস্ব সংবাদদাতাঃ আবারো কলকাতার বুকে দুঃসাহসিক ডাকাতি । ঘটনাটি ঘটেছে বড়বাজারের বেসরকারি এক সংস্থায়। মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা।
ঘটনায় ইতিমধ্যে মধ্যা কলকাতার বড়বাজার থানায় ডাকাতির অভিযোগ করা হয়েছে। পুলিস সুত্রে জানা গেছে বড়বাজারের যেই বহুতলে ডাকাতি হয়েছে সেখানে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিস রয়েছে। বড়বাজার থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা বহুতলের সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন, মঙ্গলবার সন্ধ্যায় তিন যুবক ওই অফিসের সামনে আসে । প্রথমে একজন অফিসের ভিতরে ঢোকে। পরে আরও দুই দুষ্কৃতী ভিতরে ঢোকে । দশ মিনিট পরেই তিনজন ব্যা গ নিয়ে বেরিয়ে যায়।
আহত ব্যবসায়ী পুলিশকে জানান তিনজন অফিসে প্রবেশ করে প্রথমে দরজা বন্ধ করে দেয় । পরে তার মাথায় রিভলবার ধরে পাশে থাকা টাকার ব্যাগ লুট করে । লুট করতে বাধা দিতেই ডাকাতরা তার উপর চড়াও হয়ে মারধর করে। পরে ব্যবসায়ীর হাত পা বেঁধে ১৫ লক্ষ টাকার ব্যাগ লুট করে পালায় দুষ্কৃতী দল ।
কাছেই হাওড়া স্টেশন তাই ডাকাত দল হাওড়া স্টেশনের দিকে গেছে কি না, তা জানার জন্যই এলাকার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।