
বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। চতুর্থ তলে আগুন লেগেছে। বাড়িটির ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে প্রবল বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে দমকল। বিল্ডিংয়ে রয়েছে একাধিক ওষুধের পাইকারি দোকান।