
রাজমোহন ঝাঁ, নিউ টাউনঃ সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাকে,মুখে ও হাটুতে রক্তের দাগ রয়েছে বলে সূত্রের খবর। খুন করে ফেলে গেছে নাকি এই মৃত্যুর পিছনে অন্য রহস্য রয়েছে খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। ঘটনাস্থল রাম মন্দির কাছে একটি খালের পার।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে একজন পড়ে আছে। ডাকাডাকি করলে সারা পাওয়া যায় না। এর পর ইকোপার্ক থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর ওই মৃতদেহের নাক, মুখ ও হাটুতে রক্তের দাগ রয়েছে। যদিও ওই মৃতদেহের পরিচয় এখনো জানা যায়নি। কি কারণে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্জন জায়গা হওয়াতে কেউ কি মেরে ফেলে দিয়ে গেছে নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ।