
কলকাতা পুলিশের এখন শূন্যপদের সংখ্যা মাত্র ১১। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই শূন্যুপদে নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, এই শূন্যখপদ গুলি কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে। তাই শূন্যাপদে নিয়োগ জন্য্ ১১টি নতুন সারমেয় শাবক কিনতে চলেছে কলকাতা পুলিশ। তার জন্য্ বিজ্ঞাপনও দিয়েছে লালবাজার। সূত্রের খবর লালবাজারের মূল পছন্দ ল্যা বরাডর ও জার্মান শেফার্ড। তবে ভালো প্রজাতির ডোবারম্যািন পেলেও কিনতে পারে পুলিশ। কুকুরের বয়স হতে হবে ৬ থেকে ৯ মাসের মধ্যে। ব্রিডাররা আগে অন্যর বাহিনীতে কুকুর সরবরাহ করলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে শর্ত দেওয়া হয়েছে, ৬ মাসের মধ্যে কোনও শাবকের মৃত্যু হলে সেই জায়গায় অন্য শাবক দিতে হবে পুলিশকে। এক একটি ল্যা বরাডর শাবকের জন্য ৩৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে রাজি পুলিশকর্তারা। জার্মান শেফার্ড তাঁরা কিনতে পারেন ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা দিয়ে। তবে এখনই বেলজিয়ান ম্যা লিনয়িস কিনতে চায় না কলকাতা পুলিশ।