
শেখ এরশাদ, কলকাতাঃ প্রতিবেশি রাজ্য বিহারের বুদ্ধগয়ায় বেআইনি অস্ত্র কারখানার হদিস পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ওরফে এসটিএফ এবং বিহার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বুদ্ধগয়ায় কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের যৌথবাহিনী একটি আসবাব পত্রের দোকানে তল্লাশি চালায়। তল্লাশি অভিযানের সময় দোকানের পিছনে একটি বেআইনি অস্ত্র কারাখানার হদিস পায় গোয়েন্দারা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হলেও দোকানের মালিক পলাতক। পালাতক দোকানের মালিকের নাম মুকেশ কুমার।
পুলিশ সূত্রে খবর, দোকানের আড়ালে বেআইনি অস্ত্র তৈরি করা হচ্ছিল। পিস্তল এবং বন্দুক বানানোর প্রচুর সরঞ্জাম, লেদ, গ্রাইন্ডিং, কাটিং মেশিন উদ্ধার হয়েছে। শুধু দেশি বন্দুকই নয়, প্রচুর পরিমাণে অত্যাধুনিক পিস্তলও উদ্ধার হয়েছে। সেখান থেকেই মুঙ্গেরের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।