
স্পোর্টস ডেস্ক :নারিন ঝড়েই একপেশে ম্যাচ। জয়ের হ্যাটট্রিকে ফের শীর্ষে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফ নিশ্চিত। গৌতম গম্ভীর দু’সাক্ষাতে দু’বারই হারালেন লখনউ সুপার জায়ান্টসকে। কেকেআরের ৬ উইকেটে ২৩৫ রানের জবাবে কেএল রাহুলের লখনউ গুটিয়ে যায় মাত্র ১৩৭ রানে। ৯৮ রানের জয়ে শীর্ষে ওঠার পাশাপাশি প্লে অফও কনফার্ম। কেকেআরের ১১ ম্যাচে হল ১৬ পয়েন্ট। ব্যাট হাতে সুনীল নারিন ৬টি চার ও সাতটি ছয়ের সৌজন্যে ৩৯ বলে ৮১ রান করেন। ২৭ বলে হাফসেঞ্চুরি করেন নারিন। সব নিয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ ৩২ ছক্কা হাঁকালেন ক্যারিবিয়ান তারকা। এরপরও তিনি ফিরতে চাননি বিশ্বকাপ দলে। তাঁর ব্যাটিং ও শেষদিকে রমনদীপ সিং ৩টি ছয়, ১টি চারের সাহায্যে ৬ বলে ২৫ রান করেন। রিঙ্কু-রাসেলরা অবশ্য এই ম্যাচে জ্বলে উঠতে পারেননি। জবাবে লড়াইটুকুও করতে পারেনি লখনউ। সর্বোচ্চ ২১ বলে ৩৬ রান করেন মার্কাস স্টোইনিস। তিনটে করে উইকেট পান হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। রাসেলের জোড়া উইকেট। নারিন বল হাতেও নেন ১ উইকেট।