
স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ঘরের মাঠ ইডেনে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারলেও পরের অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেলো কলকাতা নাইট রাইডার্স। বুধবার গুয়াহাটিতে টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠায় কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে রাজস্থান রয়্যালস। ধ্রুব জুরেল ৩৩, যশস্বী জয়সওয়াল ২৯, রিয়ান পরাগ ২৫, জোফ্রা আর্চার ১৬ রান করেন জবাবে ব্যাট করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় নাইটরা। প্রথম ম্যাচে রান না পেলেও এদিন অনবদ্য ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জেতালেন কুইন্টন ডি কক। এদিন সুনীল নারিনের জায়গায় নাইটরা মঈন আলিকে খেলান। রান পাননি মঈন ৫ রানে আউট হন। ১৮ রান করেন অধিনায়ক আজিঙ্কা রাহানে আর ২২ রানে অপরাজিত থাকেন রাজবংশী। আর দলকে জিতিয়ে ম্যাচের সেরা হয়ে ডি কক বললেন, ‘সুযোগ কাজে লাগাতে পেরে ভাল লাগছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না বলে তৈরি হতে অসুবিধা হচ্ছে এমন নয়। তিন মাস ছুটিতে ছিলাম। ১০ দিনের প্রস্তুতি নিয়েছিলাম মরসুম শুরুর আগে। সেটাই কাজে লেগেছে। সবে দ্বিতীয় ম্যাচ খেলেছি। দেখে শুনে এগোতে চাইছি। পরে ব্যাট করায় উইকেটের চরিত্র দেখে নিয়েছিলাম। ভালো লাগছে এমন ইনিংস খেলে। এমন খেলে দলকে জেতাতে চাই। আর কেকেআর দল সত্যিই একটা পরিবার।’