
শেখ এরশাদ,কলকাতা :ফের ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। বুধবার দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মেট্রো রেল সূত্রে খবর, গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে টানেল। জোড়া সুড়ঙ্গ দিয়ে চলবে মেট্রো।এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার তলার মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।এদিন মেট্রো রেলে সফর করেন প্রধানমন্ত্রী। ছাত্র ছাত্রদের সঙ্গে খোসমেজাজে গল্প গুজব করেন প্রধানমন্ত্রী।মেট্টো রেন সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন হল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার।যদিও মেট্রো উদ্বোধন নিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তার দাবি ২০০৯ সালে এই মেট্টো প্রকল্পের শিলান্যাস করেন তৎকালিন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।