
নিজস্ব প্রতিনিধিঃ আধ্যাত্মিক শহর মথুরায় রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির । হিন্দুদের বিশ্বাস, ওই জায়গাটি শ্রীকৃষ্ণের জন্মস্থান। কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ইদগাহের জায়গাতেই শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান। প্রথম থেকে, দাবি করে অনেক হিন্দুত্ববাদী সংগঠন গুলি। এবার সেখানে সার্ভের আর্জিতে সাড়া দিল এলাহাবাদ হাই কোর্ট। আগামী সোমবার সার্ভের প্যানেল গঠন করবে উচ্চ আদালত।
উচ্চ আদালত সার্ভের পক্ষে সায় দেওয়ায় মুসলিম পক্ষ শীর্ষ আদালতের দ্বারস্থ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। হিন্দুত্ববাদী সংগঠন এবং ইতিহাসবিদদের এক ভাগের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব।