
ওঙ্কার ডেস্ক- ট্রেনে উঠতে না পেরে যাত্রী বিক্ষোভ, হামলা। অপেক্ষারত যাত্রীদের ছোঁড়া ইট পাথরের আঘাতে ক্ষতিগ্রস্থ ট্রেনের বেশ কয়েকটি কামরার দরজা, জানলা। এই নিয়ে উত্তরপ্রদেশের ঝাঁসি ও প্রয়াগরাজ রেলপথের মধ্যে হরপালপুর স্টেশন রণক্ষেত্রর আকার নেয়। পাথরের আঘাতে বেশ কয়েকটি কামরার জানলার কাচ এবং দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত রেলপুলিশ। মহাকুম্ভে যাতায়াতের জন্য দেশের বিভিন্ন রাজ্য থেকে কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল। সেরকমই প্রয়াগরাজে পুণ্যার্থীদের যাওয়ার জন্য উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনে ঘটে গেল এমন এক অপ্রীতিকর ঘটনা।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ঝাঁসি থেকে হরপালপুর স্টেশন ঘন্টা দুয়েকের পথ। এই ট্রেনটি ধরার জন্য বিপুল সংখ্যায় পুণ্যার্থী অপেক্ষা করছিলেন। কিন্তু এমনিতেই ভিড়ে ঠাসা ট্রেনটিতে যাত্রীরা ভিতর থেকে দরজা বন্ধ করে রাখে। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে হরপালপুর স্টেশনে অপেক্ষারত যাত্রীরা। তারা ট্রেনে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। ট্রেন লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে। জানলার কাঁচ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্থ হয় দরজাগুলিও। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের ভিতরের যাত্রীরা। মহিলা ও শিশুরা ভয়ে চিৎকার, কান্নাকাটি শুরু করে। হরপালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুষ্পক শর্মা ঘিটনাটির বিবরণ দিয়েছেন। রেলের মুখপাত্র মনোজ সিংহ জানিয়েছেন, বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।