
মনোরমা ভাণ্ডারী, সিকিমঃ এবার বাঘের দেখা মিলল সিকিমের কিয়ংনোসলা অ্যালপাইন অভয়ারণ্যের উচ্চতম স্থানে। সিকিম বন ও পরিবেশ মন্ত্রক জানিয়েছে, প্রায় ৩৯৬৬ মিটার উচ্চতায় ট্র্যাপ ক্যামেরায় ধরা পরেছে বাঘের ছবি। এর আগে ভারতবর্ষে এত উচ্চতায় বাঘের দেখা পাওয়া যায়নি। প্রসঙ্গত, ২০১৯ সালে অরুনাচল প্রদেশে নামধাপা অভয়ারণ্যে ৩৬৩০ মিটার উচ্চতায় বাঘের দেখা মিলেছিল। তারপর এই প্রথম সিকিমে এত উচ্চতায় বাঘের দেখা মিলেছে।
সিকিমে এত উচ্চতায় বাঘের দেখা পাওয়া ভুটানের পর দ্বিতীয় বিশ্বরেকর্ড বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ ইন্সস্টিটিউট অব ইন্ডিয়া। এখন পর্যন্ত সর্বচ্চ উচ্চতায় বাঘে দেখা মিলেছে ভুটানে। এই প্রতিবেশী দেশটিতে মূলত ৪০০০ থেকে ৪২০০ মিটার উচ্চতায় দেখা মেলে বাঘের।
আবহাওয়ার পরিবর্তনে দেশের উচ্চতম এলাকায় স্তন্যপায়ী প্রাণীরা কেমন রয়েছে তা জানতে সমীক্ষা শুরু করছে ওয়াইল্ড লাইফ ইন্সস্টিটিউট অব ইন্ডিয়া। সিকিমে সমীক্ষা চলছে বন মন্ত্রকের সহযোগীতায়। সমীক্ষার জন্যে সিকিমের গ্যাংটক জেলার কিয়ংনোসলা অভয়ারণ্যের উচ্চতম এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। সম্প্রতি সেই ক্যামেরায় একাধিক জায়গায় বাঘের ছবি ধরা পরেছে। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে সিকিমের প্যাঙ্গোলাসা অভয়ারণ্যে ৩৬৪০ মিটার উচ্চতায় বাঘের দেখা মিলেছিল।