
নিজস্ব প্রতিনিধিঃ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নদী পারাপারের সময় টি-৭২ ট্যাঙ্ক সহ ভেসে গেলেন পাঁচ জওয়ান! ঘটনা টি ঘটেছে লাদাখে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডলে, শোক সংবাদ জানিয়ে লিখেছেন, ‘লাদাখে একটি নদী পার হওয়ার সময় এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় জওয়ান প্রাণ হারানোয় গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনওই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে দেশ তাদের পাশে রয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, শহীদ দের মধ্যে ৪ জন জওয়ান এবং একজন জুনিয়র কমিশনড অফিসার।
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে লাদাখের নিওমা-চুশল অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে টি-৭২ ট্যাঙ্কে নিয়ে নদী পেরোচ্ছিলেন পাঁচ জওয়ানের আচমকাই হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে যায় টি-৭২ ট্যাঙ্কেকে। মুহূর্তে অদৃশ্য যান তাঁরা। তাঁদের সন্ধানে শুরু হয় তল্লাশি। কিন্তু জীবিত আবস্থায় কাউকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, ২০২৩ এ একই রকম এক দুর্ঘটনা ঘটেছিল লাদাখের নিওমা-চুশল অঞ্চলে। এক জুনিয়র কমিশনড অফিসার-সহ ৯ জন জওয়ানকে নিয়ে একটি সেনা ট্রাক পড়ে যায় খাদে। ঘটনায় সকলেই মারা যান।