
স্পোর্টস ডেস্ক :—–আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ কাম মেন্টর হিসেবে যুক্ত হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান। এদিন সঞ্জীব গোয়েঙ্কার কলকাতার আরপিএসজি অফিসে জাহিরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।এদিন সঞ্জীব গোয়েঙ্কা জানান,’জাহিরের অভিজ্ঞতায় অতীতে ভারতীয় দল এবং বাকি আইপিএলের বাকি দলেরা সমৃদ্ধ হয়েছে। আশা করছি ওকে পেয়ে আমরা উপকৃত হব।’জাহির জানালেন,ওরা মাত্র ৩ বছর আইপিএলে খেলছে আর তিন বছরে দু’বার দল প্লে অফে পৌঁছেছে। যা যথেষ্ট ভাল পারফরমেন্স। এখান থেকে কীভাবে আরও এগিয়ে যেতে হবে সেই বিষয়ে ভাবতে হবে। আইপিএলের মতো টুর্নামেন্টে জয় আর হারের মার্জিন খুবই কম। আমি মুম্বই ইন্ডিয়ান্স দীর্ঘদিন ছিলাম। অনেকের সঙ্গে কাজ করেছি। অনেক নতুন জিনিস শিখেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাব।’প্রসঙ্গত অতীতে তিনটে আইপিএল দলের হয়ে খেলেন জাহির। এই তালিকায় রয়েছে , রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স আর দিল্লি ডেয়ারডেভিলস।আইপিএলের ইতিহাসে প্রথম বল জাহিরই করেন। আইপিএলে মোট ১০২ উইকেট নেন। ২০১৭ সালে দিল্লির দলের অধিনায়ক ছিলেন। সেই বছরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। গত বছর থেকেই গৌতম গম্ভীর লখনউ দলের মেন্টরের পদ থেকে সরে যান।গত বছর লোকেশ রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা ঝামেলা চর্চার বিষয়ের ছিল। প্রথমে ভাবা হয় আর লখনউতে খেলবেন না রাহুল। তবে একদিন আগেই কলকাতায় এসেছিলেন কেএল রাহুল। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক করেন। জানা গিয়েছে, লখনউয়ে থাকলেও আর অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না তাঁকে। অধিনায়কের দৌড়ে এগিয়ে নিকোলাস পুরান এবং ক্রুনাল পাণ্ডিয়া। এদিন অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি লখনউয়ের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা জানান, ‘নভেম্বর পর্যন্ত সময় আছে। তাই অধিনায়ক রিটেনশন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি এলএসজি। আগে আইপিএলের নতুন নিয়মাবলী প্রকাশিত হোক। তারপর এই নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।’