
নিজস্ব প্রতিনিধিঃ মলদ্বীপ-লাক্ষাদ্বীপ নিয়ে বিতর্ক-টানাপোড়েন ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর ও তারপরই মলদ্বীপের নেতা-মন্ত্রীদের কটাক্ষ ঘিরে শুরু হয়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন। সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং ‘বয়কট মলদ্বীপ’। মলদ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে সবাই ছুটছেন লাক্ষাদ্বীপে। এর মাঝেই সুখবর। লাক্ষাদ্বীপে তৈরি হচ্ছে আরও একটি নতুন বিমানবন্দর।
জানা গিয়েছে, লাক্ষাদ্বীপের পর্যটনকে আরও জনপ্রিয় করে তুলতে, আরও একটি নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা করছে ভারত সরকার। লাক্ষাদ্বীপের মিনিকয় আইল্য়ান্ডে এই বিমানবন্দর তৈরি করা হবে। বিশ্বমানের বিমানবন্দর তৈরির পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই বিমানবন্দরটি এমন তৈরি করা হবে যে সেখানে অসামরিক বিমানের পাশাপাশি যুদ্ধবিমানও ওঠানামা করতে পারবে। এমনই এক জয়েন্ট এয়ারফিল্ড তৈরি করা হবে। মলদ্বীপের চোখরাঙানির জবাব দিতে এবং ভারত মহাসাগরে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ।