
স্পোর্টস ডেস্ক :লক্ষ্যপূরণ করা থেকে একধাপ দূরেই থেমে গেলেন লক্ষ্য সেন। প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জেতার লড়াইয়ে মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে প্রথম গেম জিতে এগিয়ে যাওয়ার পরেও হেরে গেলেন লক্ষ্য। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ২১-১৩, ১৬-২১, ১১-২১। প্রথম গেমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সহজ জয় পান লক্ষ্য। সেই সময় মনে হচ্ছিল তিনি সহজেই ব্রোঞ্জ জিতবেন। কিন্তু দ্বিতীয় গেমেই ছন্দপতন হয়। এই গেমে প্রত্যাবর্তন ঘটান লি। এরপর আর তাঁকে থামাতে পারেননি লক্ষ্য। তৃতীয় গেমের শুরুতেই অনেকটা এগিয়ে যান লি। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেননি লক্ষ্য। ফলে সোমবারও পদক সংখ্যা বাড়াতে পারল না ভারত। চলতি অলিম্পিক্সে শ্যুটিংয়ে ৩ পদক ছাড়া বাকি সব ইভেন্টে এখনও পর্যন্ত ভারতের ঝুলি শূন্য।