
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ গুরুতর অসুস্থ প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি। ভর্তি দিল্লি AIIMS-এ। জেরিয়াট্রিক বিভাগের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
বুধবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ এই বিজেপি নেতাকে। দিল্লির AIIMSআপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী। ৯৬ বছর বয়সী এই বিজেপি নেতা, মূলত বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। যদিও ঠিক কী সমস্যার কারণে প্রবীণ নেতাকে হাসপাতালে ভর্তি করতে হল তা এখনও জানা যায়নি। AIIMS’এর জেরিয়াট্রিক বিভাগের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তিন মাস আগেই ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয় লালকৃষ্ণ আডবানিকে। তিন মাস আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লালকষ্ণ আদবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই নেতার বাড়িতে উপস্থিত ছিলেন সেদিন।