
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ খুন্তি হাতে লালু। হেঁশেলে রান্না করলেন বছর পঁচাত্তরের লালু প্রসাদ যাদব। রান্না করছেন চম্পারন খাসির মাংস। শুনতে আবাক লাগলেও একদম সত্যি বিশেষ অতিথির জন্য রান্ন করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। লালুর রান্না করা চম্পারণ খাসির মাংস পাত পরে, কবজি ডুবিয়ে খেয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
শুক্রবার মোদি পদবি আবমাননায় মামলায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম স্বস্তি পেয়েছে রাহুল গান্ধি। এমনকি তিনি ফিরে পাবেন হারিয়ে ফেলা সাংসদ পদও। আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে লড়াইতে লড়তে আর কোন বাঁধা নেই রাজীব পুত্রের। সেই খুশিতেই আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের মেয়ে মিশার দিল্লির বাড়িতে আমন্ত্রিত হন রাহুল। সেখানে সোনিয়া তনয়কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন লালু জায়া রাবড়িদেবী পুত্র তেজস্বী।
সূত্রের খবর, রাহুল আসার সঙ্গে সঙ্গে সয়ং লালু, তেজস্বী, মিশা তিনজনেই বাংলোর গেট থেকে তাঁকে বাড়ির ভেতরে নিয়ে যান। ফুলের তোড়া দিয়ে পুত্রসম রাহুলকে বুকে জড়িয়ে ধরেন লালু। রাহুলের জন্যই চম্পারণ থেকে বিখ্যাত খাসির মাংস ও মশলা আনিয়ে ছিলেন লালু। শরীর অসুস্থ, শরীরে বাসা বেঁধেছে নানান বয়সজনিত রোগ, তবুও নিজে হাতেই রান্না করেছেন লালু প্রসাদ।
জানা গিয়েছে, চম্পারণ পদ্ধতিতে খাসির মাংস কিভাবে রান্না হয় তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন রাহুল। লালুর রাঁধা স্পেশ্যাল চম্পারণ মাটন খেয়ে প্রশংসায় পঞ্চমুখ তিনি।