
নিজেস্ব প্রতিনিধিঃ রায় পছন্দ হয়নি বলে ভরা আদালতে মহিলা বিচারকের উপর লাফিয়ে পড়লেন অভিযুক্ত। তাঁকে মাটিতে ফেলে এলোপাথাড়ি ঘুষি মারলেন। অভিযুক্তের হাত থেকে কোনও মতে উদ্ধার করা হয় ওই বিচারককে। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিচরক রায় দিতেই নিজের বেঞ্চ থেকে ছুটে গিয়ে তাঁর উপরে লাফিয়ে পড়েন অভিযুক্ত রেডেন। হামলা হতে পারে আন্দাজ করেও নিজের আসন থেকে সরার সময় পাননি মহিলা বিচারক।
নিউ ইয়র্ক পোস্টের খবর, অভিযুক্ত ৩০ বছরের দেওব্রা রেডেন। লাস ভেগাসের আদালতে চলছিল মামলা। আগেই নির্দিষ্ট মামলায় দোষী সাব্যস্ত হন রেডেন। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে হতভম্ব নেটদুনিয়া।