
স্পোর্টস ডেস্ক :- অলিম্পিকের পদক থেকে একধাপ দূরে লাভলিনা বরগোঁহাই। মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের শেষ আটে চলে গেলেন ভারতীয় বক্সার। প্রি-কোয়ার্টার ফাইনালে নরওয়ের সানিভা হফস্টাডকে ৫-০ ব্যবধানে হারান লাভলিনা। পরপর দুটি অলিম্পিকে পদক জেতার হাতছানি তাঁর সামনে। আরও একটি ম্যাচ জিতলেই সেই নজির করে ফেলবেন। প্রবেশ করবেন পিভি সিন্ধু, মানু ভাকেরের ‘ডবল’ ক্লাবে। আগামী রবিবার পদক জয়ের ম্যাচ। কোয়ার্টার ফাইনালে চীনের লি কুইয়ানের বিরুদ্ধে নামবেন লাভলিনা।
গতবার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন। যা অসমের বক্সারের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এদিন শক্তির সঙ্গে উচ্চতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দেন লাভলিনা। প্রথম রাউন্ডের শেষেই ৫-০ তে লিড নেন। দ্বিতীয় রাউন্ড একপেশে। পাঞ্চের পর পাঞ্চ। লড়াইয়ে ফিরতে পারেননি নরওয়ের বক্সার। কুস্তিতে সুশীল কুমার এবং ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ছাড়া ভারতের আর কোনও খেলোয়াড়ের ব্যক্তিগত ইভেন্টে পরপর দুটি অলিম্পিকে পদক নেই। অন্যদিকে টেবিল টেনিসে জন্মদিনে রুদ্ধশ্বাস জয়। শেষ ষোলোয় চলে গেলেন ভারতের সৃজা আকুলা। মেয়েদের তিরন্দাজিতে ব্যক্তিগত ইভেন্টে জেতেন দীপিকা কুমারী। নেদারল্যান্ডের কুইন্টি রোফেনকে হারিয়ে শেষ ষোলোয় চলে গেলেন ভারতীয় তিরন্দাজ।