
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: অবশেষে দীর্ঘ বারো বছর পর তৃনমূলের দখল করা পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম ।সন্দেশ খালি কাণ্ডের পর থেকেই তৃনমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিলেন এলাকাবাসীরা।শেখ শাহজাহান সহ একাধিক নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।এর ফলে এলাকায় ধীরে ধীরে শান্তি ফিরে আসছে।এই আবহে নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করলো বামেরা,লাল ঝান্ডায় ঢেকে দেওয়া হলো এলাকা।এই বিষয়ে সন্দেশখালি প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার বলেন,”দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমার এতদিন সরব হতে পারেনি আজ আমাদের ছেলেরা নিজেদের বাড়ি ফিরে পেয়েছে। এ পার্টি অফিসে এসে গরিব মানুষেরা তাদের নিজেদের সুখ-দুঃখের কথা জানাবে”
শনিবার সিপিআইএম নেতা পলাশ দাশ দলীয় পতাকা উত্তোলন করে, উদ্ধার হওয়া পার্টি অফিসে ফের চালু করেন। উপস্থিত ছিলেন কোড়াকাটি অঞ্চলের প্রাক্তন প্রধান সত্যেন্দ্রনাথ গায়েন, ডি ওয়াই এফ আই এর ছাত্রনেতা কারিবুল্লা মোল্লা সহ একাধিক স্থানীয় নেতৃত্ববৃন্দ।